ইনসাইড গ্রাউন্ড

রোনালদো-নেইমারকে পিছনে ফেলে সেরা মেসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

লিওনেল মেসি, মাঠে যেমন আধিপত্য বিস্তার করে  খেলেন তেমনি মাঠের বাইরে গেইমেও মেসির আধিপত্য বিদ্যমান। সময়ের অন্যতম সেরা দুই তারকা রোনালদো ও নেইমারকে পিছনে ফেলে আসন্ন ‘ফিফা-২২’ ভিডিও গেমের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ফিফা ২০২২ গেমস এখনো রিলিজ না হলেও গেমসে খেলোয়াড়দের রেটিং প্রকাশ করেছে ইএ স্পোর্টস। সেখানে এবারো সবার শীর্ষেই আছেন মেসি।

জনপ্রিয় এই গেমসের সর্বশেষ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি। তার রেটিং ৯২। ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ রেটিং নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ, কিলিয়ান এমবাপ্পে পঞ্চম ও নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন। হ্যারি কেইন, এনগুলো কান্তে, ম্যানুয়েল ন্যয়ার, স্টেগানের রেটিংস দেওয়া হয়েছে ৯০। সালাহ, ডুনারুম্মা, বেনজামা, ভ্যান ডাইক, কিমিখ, ক্যাসেমিরো, অ্যালিসন, কর্তোয়া, হুয়াং মিন সন, এডারসন, সাদিও মানে প্রত্যেকের রেটিংস দেয়া হয়েছে ৮৯।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭