ওয়ার্ল্ড ইনসাইড

প্যারিসের প্রথম নারী মেয়রফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো। তিনি রাজধানী প্যারিসের প্রথম নারী মেয়র।

রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। প্রার্থীতার ঘোষণা দিতে প্যারিসের সিটি হলের পরিবর্তে আন্নে হিরদালগো বেছে নেন উত্ত পশ্চিমাঞ্চলীয় শহর রাওয়েন।

স্প্যানিশ অভিবাসীর সন্তান ৬২ বছর বয়সী হিদালগো সোস্যালিস্ট পার্টির মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। মেয়র আন্নে হিদালগোকে ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট হতে হলে তাকে দেশব্যাপী ছড়াতে হবে তার জনপ্রিয়তা।

২০১৪ সাল থেকে প্যারিসের মেয়রের দায়িত্ব পালন করছেন আন্নে হিদালগো। 

ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ । তিনি দ্বিতীয় দফায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। তবে তিনি আবার লড়বেন বলেই ধারণা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭