ইনসাইড গ্রাউন্ড

কেন তাদের কৃতিত্ব কেড়ে নেওয়া হচ্ছে: রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল। উক্ত দুই সিরিজ জয়ের পরও ক্রিকেটাররা সমালোচনা শুনে যাচ্ছে। মূলত, উইকেট এর সহায়তার কারণেই বাংলাদেশ দল জিততে পেরেছে বলে মনে করে ক্রিকেট প্রেমীরা। 

ক্রিকেট প্রেমীদের এমন সমালোচনায় বিরক্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেছেন, ‘আমি এটাতে একমত যে পিচ ও কন্ডিশন বোলিং সহায়ক ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য কঠিন। কিন্তু এটা আমাদের ব্যাটসম্যানদের জন্যও কঠিন ছিল। এমন তো না যে আমরা ব্যাটিংয়ে নামলেই এটা ব্যাটিং স্বর্গ হয়ে গেছে। যখন আমাদের বোলাররা জিততে সহায়তা করছে, কেন তাদের কৃতিত্ব কেড়ে নেওয়া হচ্ছে?’

ভালো উইকেটে বড় রান তাড়া করে জেতার সামর্থ্য বাংলাদেশ দলেরও আছে বলে মনে করেন রিয়াদ। জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাদের তিনটা সিরিজ জিততে ভালো ক্রিকেট খেলতে হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে বড় রান তাড়া করে জিতেছি। শেষ ম্যাচটাতে চার বল বাকি থাকতেই ১৯৪ রান তাড়া করেছি। আমি বুঝতে পারছি যে এটা জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু আমরা তাদের মাঠে খেলেছি। ১৯০ রান তাড়া করা কোনো দলের বিপক্ষেই সহজ না।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭