ইনসাইড গ্রাউন্ড

সমালোচনা করে আবারও আলোচনায় সালমান বাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

আবারও আলোচনায় ম্যাচ ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। অস্ট্রেলিয়াকে ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনটি বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া হাইপ্রোফাইল কোচ জন বুকাননকে নিয়ে এবার কটাক্ষ করেছেন তিনি। 

সালমান বাট জানিয়েছেন, অস্ট্রেলিয়ান কোচ জন বুকানন যখন টিম মিটিং করতেন তখন তা এতটাই বিরক্তিকর ছিল যে ক্রিকেটাররা সবাই তার টিম মিটিংয়েই ঘুমিয়ে পড়ত।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে জন বুকানন কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকাকালীন তার অধীনে খেলেছিলেন সালমান বাট।

উল্লেখ্য, জন বুকানন অস্ট্রেলিয়ার কোচ থাকাকালীন দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। তার অধিনায়কত্বে তিনটি বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া। অনেকেই বলেছেন সেই সময়ে অস্ট্রেলিয়া দল এতটাই শক্তিশালী ছিল যে আলাদা করে কোচের তেমন ভূমিকা ছিল না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭