ইনসাইড গ্রাউন্ড

সিলেটে টাইগারদের দাপুটে জয়, সিরিজ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

সিলেটে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ১২১ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে শতক হাঁকানো ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দলীয় ৬ রানেই প্রথম দুই উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এরপর দলের হাল ধরেন আইচ মোল্লা। ব্যক্তিগত ১০৮ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি। ১০৮ রানের ইনিংসে আইচ মোল্লা ৮টি চার ও চারটি ছক্কা হাঁকান। এছাড়া মামুন অপরাজিত থাকেন ৩২ রানে। 

বাংলাদেশের যুবাদের দেয়া ২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান দল ৩৯.৪ ওভারে ১০১ রানেই  গুটিয়ে যায়। বাংলাদেশী বোলারদের তোপে এদিন ব্যাট হাতে আফগানিস্তানের কেউই বড় রান করতে পারেনি। 

সফরকারীদের পক্ষে সর্বাধিক ২২ রান করেন বিলাল সায়েদি, এছাড়া ২১ রান আসে ইজাজ আহমেদের ব্যাট থেকে। বাংলাদেশের নাঈমুর রহমান ১৭ রানে ৫ উইকেট লাভ করেন। এছাড়া তিনটি উইকেট শিকার করেন রিপন মন্ডল। সিরিজে ৩-০তে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭