ইনসাইড গ্রাউন্ড

মেসির চলে যাওয়ার জন্য দায়ী লা-লিগার সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাওয়া এখন আর বিস্ময়কর কোনো খবর নয়। ফুটবলবিশ্ব এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। বার্সা সমর্থকেরাও মেসিকে ছাড়া দলের খেলা দেখছেন। কিন্তু বার্সা ক্লাবটির অভ্যন্তের চলছে নানারকমের সমস্যা। কোচ কোম্যানের সঙ্গে সভাপতি লাপোর্তার বিবাদ এখন প্রকাশ্য। এবার মেসির চলে যাওয়ার জন্য লা লিগার প্রধান হাভিয়ের তেবাসকে দায়ী করেছেন লাপোর্তা। তিনি তেবাসকে `অসুস্থ মানসিকতা`র বলেও মন্তব্য করেছেন।

মেসির সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেললেও লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের কারণে শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেনি বার্সা। তেবাস একটি সাক্ষাতকারে বলেছিলেন, সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের সঙ্গে বিনিয়োগের চুক্তি বার্সেলোনা প্রত্যাখ্যান করার জন্যই আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। কিন্তু তেবাসের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লাপোর্তা বলেছেন, `সম্প্রীতি ও সংবেদনশীলতার পরিবর্তে তিনি (তেবাস) সবসময় দ্বন্দ্ব ও সংঘাতের পথ খোঁজেন।`

তেবাসকে আক্রমণ করে লাপোর্তা আরও বলেন, `সে সবসময় দেখতে চায় যে কীভাবে বার্সা ও এর মূল্যবোধের ক্ষতি হয়। এটা তার মানসিক অসুস্থতা। কিন্তু আমরা কাতালানরা এরই মধ্যে তাকে চিনে ফেলেছি। তিনি বলেছেন, মেসি বার্সায় থাকেনি। কিন্তু না থাকার জন্য দায়ী তিনিই, তার বাড়াবাড়ির কারণেই এমনটা হয়েছে। বাকি লিগগুলো (ফেয়ার প্লে নিয়মের ক্ষেত্রে) অনেক নমনীয় হয়েছে এবং তাদের সবচেয়ে উপযুক্ত খেলোয়াড়দের রাখতে পেরেছে।` 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭