ওয়ার্ল্ড ইনসাইড

করোনা সংক্রমণে তাজিকিস্তান সফর বাতিল করলেন পুতিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় পূর্ব নির্ধারিত তাজিকিস্তান সফর বাতিল করে আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ক্রেমলিনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

আফগানিস্তানে সৃষ্ট সঙ্কটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ার বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন। তারপরও সতর্কতাবশত তিনি সঙ্গনিরোধে গেছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭