ওয়ার্ল্ড ইনসাইড

বারাদারের নিহত হওয়ার খবর ভিত্তিহীন: তালেবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর থেকেই গোষ্ঠীটির মাঝে অভ্যন্তরীণ বিভক্তি বেড়েছেই চলেছে বলে গুঞ্জন রয়েছে। এর মাঝে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও আফগান তত্ত্বাবধায়ক সরকারের উপপ্রধানমন্ত্রী বারাদারের নিহত হওয়ার খবর বের হয়। তবে তার আহত বা নিহত হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে তালেবান।

তালেবান মুখপাত্র সুলাইল শাহীন জানিয়েছেন, মোল্লা আবদুল গনি বারাদার একটি ভয়েস ম্যাসেজে এক সংঘর্ষে তার নিহত বা আহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। মোল্লা বারাদার বলেছেন এই খবর পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন।

বারাদারের সমর্থকদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সমর্থকদের সংঘর্ষ হয়েছে বলে কয়েকদিন ধরেই গুজব ছড়াচ্ছিল।  

তালেবান একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, সেটিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে এক বৈঠকে বারাদারকে দেখানো হয়েছে। তবে এই ফুটেজটি নতুন কিনা তা স্পষ্ট নয়।

মোল্লা বারাদার তালেবানের রাজনৈতিক দপ্তরের সাবেক প্রধান এবং গত সপ্তাহে ঘোষিত সরকারের উপপ্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭