ইনসাইড গ্রাউন্ড

কোহলির অধিনায়কত্ব ছাড়ার খবরটি ‘ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/09/2021


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলি ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে যাচ্ছেন, এমন খবর জানিয়েছিল ভারতেরই সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাধ্যক্ষ অরুণ ধুমাল নিশ্চিত করেছেন, এ খবরের সত্যতা নেই। বিসিসিআইয়ে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি এবং তিন সংস্করণেই কোহলি অধিনায়কত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বোর্ডের এই কর্মকর্তা।

টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছিল, সাদা বলে দলের নেতৃত্ব ছাড়ার বিষয়ে রোহিত এবং ভারতীয় দলের ম্যানেজমেন্টের সঙ্গে কয়েক মাস ধরেই আলোচনা চলছে কোহলির। 

বিসিসিআইয়ের এক সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছিল সংবাদমাধ্যমটি, ‘বিরাট নিজেই ঘোষণাটা দেবে। ওর কাছে মনে হচ্ছে, ওর ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়া উচিত।’

কিন্তু কাল ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে অরুণ ধুমাল জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলে কোহলির অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনের কোনো ভিত্তি নেই, ‘এসব ভিত্তিহীন। এমন কোনো কিছুই ঘটবে না। এসব সংবাদমাধ্যমের বানোয়াট খবর। বিসিসিআইয়ের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’ ভারতের সংবাদ সংস্থা আইএএনএসকেও ধুমাল বলেছেন, ‘(তিন সংস্করণে) বিরাটই অধিনায়ক থাকবে।’

৯৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন কোহলি। ২৭ জয় পেয়েছেন টি-টোয়েন্টিতে, ওয়ানডেতে ৬৫। টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর। 

২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে কোহলির ভারত। নিউজিল্যান্ড ও আফগানিস্তানও রয়েছে ভারতের গ্রুপে। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যোগ দেবে এ গ্রুপে। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠলে খেলবে ভারতের গ্রুপেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭