ইনসাইড ওয়েদার

বৈশ্বিক তাপমাত্রা ৪০ বছরে বেড়েছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2021


Thumbnail

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। আশির দশক থেকে প্রতি বছর তাপমাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। গ্লোবাল বিবিসির এক বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, বিশ্বে আগের তুলনায় আরও বেশি অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা বেড়েছে। যা মানুষের স্বাস্থ্য এবং জীবনধারণের ক্ষেত্রে অস্বাভাবিক প্রভাব ফেলেছে।

১৯৮০ সাল থেকে প্রতি বছরই ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা বৃদ্ধির দিনের সংখ্যা বাড়তে থাকে। ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতিবছর গড়ে ১৪ দিন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬ দিনে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭