ওয়ার্ল্ড ইনসাইড

স্পেনে ভয়াবহ দাবানল, ১৯ হাজার একর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2021


Thumbnail

ভয়াবহ দাবানলে পুড়েই চলেছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। দাবানলে নতুন করে পুড়ে গেছে ১৯ হাজার একরের বেশি বনাঞ্চল।

ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় মালাগা প্রদেশের সিয়েরা বারমেজার পাহাড়ি এলাকা। এরইমধ্যে ওই অঞ্চলটি থেকে আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সব ধরনের সাবধানতা মেনে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কয়েকটি দল।
 
দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রায় এক হাজার দমকলকর্মী। বিমান থেকে ছেটানো হচ্ছে পানি। এরপরেও নেভানো যাচ্ছে না আগুন। কর্তৃপক্ষ বলছে, তীব্র বাতাস ও দাবদাহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েকটি জায়গায় আগুনের ভয়াবহতা কমে আসায় ঘরে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭