ইনসাইড বাংলাদেশ

রূপপুর প্রকল্পে রাশিয়ান নাগরিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2021


Thumbnail

পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে কর্মরত সারভেয়ার এলেক্স (৪৩) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে গ্রিনসিটি আবাসিকের ৬ নম্বর বিল্ডিংয়ের ১৭৪ নম্বর কক্ষে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এলেক্স।

পুলিশ জানায়,গতকাল মঙ্গলবার কাজ শেষে রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন এলেক্স। সহকর্মীরা সকাল ১০টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুর ২টার দিকে ওই কক্ষ থেকে এলেক্সের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত সম্পন্ন করে প্রকল্পের রাশিয়ান কর্তৃপক্ষের নিকট মরদেহ বুঝিয়ে দেয়ার কথাও  তিনি জানান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭