ইনসাইড বাংলাদেশ

যেসব কারণে শেখ হাসিনা বিশ্বে এখন গুরুত্বপূর্ণ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2021


Thumbnail

আগামী শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর দুপুর দেড়টায় জেএফকে এয়ারপোর্টে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সরাসরি ভাষণ দেবেন। এবার জাতিসংঘের এই সাধারণ অধিবেশনটি হচ্ছে স্বল্প পরিসরে। এবারের অধিবেশনটিতে অল্প কয়েকজন বিশ্বনেতা যোগদান করবেন, তারমধ্যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম। সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটের নানান বাস্তবতায় শেখ হাসিনা বিশ্বে একজন গুরুত্বপূর্ণ নেতা। মূলত পাঁচ কারণে শেখ হাসিনা বিশ্বে একজন গুরুত্বপূর্ণ নেতা।

১. অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ: আফগানিস্তানে তালেবানদের উত্থানের ফলে বিশ্বব্যাপী মৌলবাদের উত্থানের একটি শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিরিয়া, ইরাক, লিবিয়া সহ বিভিন্ন দেশগুলোতে আল-কায়দা সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেখানে বাংলাদেশ বিশ্বে একটি অসাম্প্রদায়িক ইসলাম প্রধান রাষ্ট্র হিসেবে পরিচিত। বিশ্বে বাংলাদেশ শান্তিবাদী ইসলামের একটি রোল মডেল। কারণ, বাংলাদেশে ৯০ শতাংশের বেশি মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও এখানে উগ্রবাদ-মৌলবাদের কোন প্রশ্রয় নেই। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় পবিত্রতাকে রক্ষা করে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ করেছেন এবং জঙ্গিবাদের হাত থেকে দেশকে মুক্ত করেছেন। তার এই অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ এবং জঙ্গিবাদ দমনের কৌশল বিশ্বের কাছে রোল মডেল।

২. শান্তি মিশন: জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে জাতিসংঘ শান্তি মিশনে কাজ অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। আর তাই শান্তি মিশনে নেতৃত্বদানকারী দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন একজন গুরুত্বপূর্ণ নেতা।

৩. জলবায়ু পরিবর্তন: জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বিশ্বব্যাপী জলবায়ু ইস্যুটি আবারও সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও টর্নেডোর কবলে পড়েছে। বিশেষ করে নিউ ইয়র্কে জলোচ্ছ্বাস ও টর্নেডোর ফলে বন্যা দেখা দিয়েছে। জলবায়ুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু ইস্যুতে তৃতীয় বিশ্বের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে থেকেই ছিলেন এবং তিনি বারবার জলবায়ুতে বিশ্ব নেতৃবৃন্দকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। এই ইস্যুতে শেখ হাসিনা বিশ্বে একজন গুরুত্বপূর্ণ নেতা।

৪. টিকা বৈষম্য: বিশ্বে এখন টিকা নিয়ে বৈষম্য দেখা যাচ্ছে। এই বৈষম্যের কারণে মধ্য আয়ের এবং গরীব দেশগুলোর জন্য এখন টিকা পাওয়া একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে শেখ হাসিনাই হচ্ছেন প্রথম কণ্ঠস্বর যেখানে তিনি এই টিকা বৈষম্য নিয়ে কথা বলছেন এবং একটি সাম্যতার কথা বলছেন। এরফলে বিশ্বে টিকা বঞ্চিত দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে পরিণত হয়েছেন শেখ হাসিনা।

৫. উগ্রবাদ-জঙ্গিবাদ দমন:  বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের যে চিত্র সেই তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ মুক্ত করেছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রোল মডেল। কারণ, তার যে একটি শান্তির দর্শন তা জাতিসংঘে গৃহীত হয়েছে ২০১২ সালে। করোনা পরবর্তী বিশ্বে সন্ত্রাসবাদের একটি উত্থান হচ্ছে। শুধু যে ধর্মীয় সন্ত্রাসবাদ তা নয়, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সন্ত্রাসবাদের উত্থান হচ্ছে। এই প্রেক্ষাপটেও বিশ্বে শেখ হাসিনা একজন গুরুত্বপূর্ণ নেতা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭