ইনসাইড বাংলাদেশ

২ বোনের ওপর এসিড মারার দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/09/2021


Thumbnail

ভোলা জেলায় ঘুমন্ত দুই বোনের ওপর অ্যাসিড নিক্ষেপের দায়ে মহব্বত হাওলাদার অপু নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে  তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায়। 

আজ বুধবার (১৫ সেপ্টম্বর) বিকেলে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন। 

মামলার বিবরণে জানা যায়, ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের মহব্বত হাওলাদার অপুর সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের (১৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১৪ মে রাতে অপু ঘুমন্ত প্রেমিকা ও তার ছোট বোনের (৭) শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। এতে প্রেমিকার চোখ, মুখ, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ৮ জুলাই রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। অ্যাসিডে তার ছোট বোনের মাথা, ঘাড়, কাঁধ ও পা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রেমিকার মা বাদী হয়ে মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত এ রায় দেন। জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭