ওয়ার্ল্ড ইনসাইড

খুঁজে পাওয়া গেলো ৩৭ বছর আগের বোতল বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/09/2021


Thumbnail

জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৭ বছর আগে বার্তা লিখে বোতলে করে তা সমুদ্রে ফেলেছিলেন। তাঁদের সেই বোতল বার্তা ছয় হাজার কিলোমিটার দূরে হাওয়াইতে খুঁজে পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টোকিওর পূর্বে চিবায় কোশি হাইস্কুলের ন্যাচারাল সায়েন্স ক্লাবের সদস্যরা ১৯৮৪ থেকে ১৯৮৫ সালের মধ্যে ৭৫০টি বোতল সমুদ্রে ছাড়েন। তাঁদের লক্ষ্য ছিল সমুদ্রের স্রোত নিয়ে অনুসন্ধান চালানো। তাঁরা বোতলের মধ্যে ইংরেজি, জাপানি ও পর্তুগিজ ভাষায় বার্তা লিখে দিয়েছিলেন। 

সেখানে লিখে দিয়েছিলেন, কেউ যদি এই বোতল পান, তিনি যেন বার্তা প্রেরকের সঙ্গে যোগাযোগ করেন। এসব বোতল ফিলিপাইন, কানাডা ও আলাস্কার দিকে ভেসে যায়। এর আগে ২০০২ সালে ৫০তম বোতলটির সন্ধান পাওয়া যায় জাপানের দক্ষিণাঞ্চলে। গত জুন মাসে হাওয়াই অঞ্চলে ৯ বছর বয়সী এক শিশু ৫১তম বোতলটি খুঁজে পায়। জাপানের স্কুলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

স্কুলের ভাইস প্রিন্সিপাল জুন হায়াসি শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি আশ্চর্য হয়েছি। ১৯ বছর আগে সবশেষ বোতলটি পাওয়া যায়। তাই ভেবেছিলাম বোতলগুলো হারিয়ে গেছে। আর কোনো বোতল পাওয়া যাবে, তা ভাবিনি। সব কটি ডুবে গেছে ভেবেছিলাম। ৫১তম বোতলটি খুঁজে পাওয়া সত্যিই রোমাঞ্চকর।’ হায়াসি আশা করেন, কেউ হয়তো ৫২তম বোতলটিও খুঁজে পাবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭