ইনসাইড বাংলাদেশ

পর্যটকদের গাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ২ নারী আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/09/2021


Thumbnail

বান্দরবন-রাঙামাটির পাহাড়ি অঞ্চলে চলন্ত গাড়িতে সন্ত্রাসীদের গুলিতে দুই পর্যটক আহত হয়েছে। গুলির ঘটনায় গাড়ি পাহাড় থেকে খাদে পড়ে ওই দুই পর্যটক আহত হন। এসময় সন্ত্রাসীরা ১৪০-১৫০ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। বান্দরবনের রুমা উপজেলার পর্যটন স্পট বগা লেকসহ কয়কটি দর্শনীয় স্থান ভ্রমণ শেষে ১৯ পর্যটক রাজস্থলীতে ফেরার সময় গুলির ঘটনা ঘটে।

আহত দুই পর্যটক হলেন- অয়সিংনু মারমা এবং মেহাইচিং মারমা। তাদের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার পোয়ইতু পাড়া এলাকায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবন সদর উপজেলার কুহালং ইউনিয়নের বান্দরবন-রাঙামাটি সড়কের গলাচিপা নামকস্থানে চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের গুলিতে গাড়ির চাকা ফেটে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দুজন নারী যাত্রী আহত হন।

এদিকে গুলি বর্ষণের ঘটনায় দ্রুত ভ্রমণকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বাঙালহালিয়া বাজারে আশ্রয় নেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চন্দ্রোঘোনা খ্রিষ্টান মিশনারি হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, ভ্রমণ শেষে রাঙামাটির রাজস্থলীতে ফেরার পথে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ভ্রমণকারীদের গাড়িতে এলোপাতাড়ি গুলি করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে ভ্রমণকারী কেউই গুলিবিদ্ধ হননি বলে খবর পেয়েছি।

অনিচ্ছুক স্থানীয় কজনের দাবি, ভ্রমণকারীদের ওপরে গুলি বর্ষণের ঘটনায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র ক্যাডাররা জড়িত।

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭