ইনসাইড গ্রাউন্ড

ব্যাট হাতে বড় স্কোর গড়তে ব্যর্থ চেন্নাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/09/2021


Thumbnail

অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়ালো আইপিএল। আরব আমিরাতে একমাত্র ম্যাচে রবিবার (১৯ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাটিং নিলেও এদিন ব্যাট হাতে বড় স্কোর করতে পারেনি তারা। 

ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে চেন্নাই।  দলীয় ৭ রানে প্রথম তিন উইকেট হারানোর পর দলীয় ২৪ রানে তারা হারায় ধোনীর উইকেটও।

এরপর দলের হয়ে হাল ধরেন গাইকওয়াদ ও রবীন্দ্র জাদেজা। এ রিপোর্ট লেখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৭ রান। 

মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ট্রেন্ট বোল্ট ও এডাম মিলনে দুইটি করে উইকেট শিকার করেন। 

গত মে মাসে আইপিএল স্থগিত হওয়ার আগে সাত ম্যাচে খেলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মুম্বাই। আজ চেন্নাইয়ের বিপক্ষে জিতলে তারা দুই বা তিন নম্বরে উঠে আসবে। আর চেন্নাই জিতলে উঠে যাবে শীর্ষে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭