ইনসাইড পলিটিক্স

মেয়াদউত্তীর্ণ কমিটির সম্মেলন করে কী করবে বিএনপি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2021


Thumbnail

কাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বিতীয় দফা সিরিজ বৈঠক। দলের শীর্ষ নেতাদের মধ্যে গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর  বৈঠকের পর এবার ২১ থেকে ২৩ সেপ্টেম্বর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে বসতে যাচ্ছে বিএনপি। বৈঠকে প্রত্যেক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক তারেক রহমান। সিরিজ বৈঠকের পর দলের অবস্থান তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করতে পারেনি বিএনপি। কিন্তু প্রশ্ন হলো জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে কি করবে বিএনপি?

বিএনপি জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবে বলছে কিন্তু বাস্তবতা হলো তাদের তৃণমূল নেতৃত্ব একযুগ ধরে স্থবির। বর্তমানে ৮০ ভাগ জেলায় কমিটি ছাড়াই চলছে দলটি। ২০০৯ সালের পর অধিকাংশ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি তারা। এরপর ২০১৯-২০২০ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটি পুনর্গঠনে নিজের পছন্দমতো কিছু নেতাকে নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা দুই চারটি জেলা ছাড়া সবগুলোতেই ব্যর্থ হন। এর পর ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কার্যত বিএনপির সাংগঠনিক কার্যক্রম নেই। বর্তমানে নামকাওয়াস্তে দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে চলছে। কার্যত এক যুগ ধরেই কমিটিজটের ধাধাঁয় আটকে আছে বিএনপি। ফলে এ প্রশ্ন মোটেই অমূলক নয় যে, বৈঠকে কোন নেতারা অংশগ্রহণ করবেন এবং তারা আসলেই তৃণমূল নেতা তো? 

বৈঠক প্রসঙ্গে বিএনপির একাধিক নেতা বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের কিছু নিজস্ব পরিকল্পনা থাকে। কিন্তু আমাদের পরিকল্পনাই নেই। যেখানে অধিকাংশ জেলায় কমিটিই হচ্ছে না, আর হলেও পকেট কমিটি, সেখানে  এ সব নেতাদের সঙ্গে বৈঠক করে কি পাবে বিএনপি? ক্ষমতাসীন সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন  দলের কেন্দ্র থেকে তৃণমূল নেতারা। এ ধরণের গুচ্ছ গুচ্ছ কর্মকাণ্ড একটা সময় বৃহৎকারে রুপ নেবে। এসব কর্মকান্ড ঘিরে চাঙ্গা থাকেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এই কর্মকাণ্ডেই ধীরে ধীরে জনমত গড়ে উঠবে। জনমতের ভিত্তিতে সরকার পতনের আন্দোলনে যাবে দল। দলের নেতাকর্মী, সমর্থকসহ জনগনের সমর্থনে সফল হবে সেই আন্দোলন। কিন্তু আমরা বৈঠক করছি। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না।

এ দিকে বিএনপিতে ত্যাগী নেতাকর্মীদের যথার্থ মূল্যায়ন না হওয়ায় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটির বেশকিছু পদ খালি। সবশেষ স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মৃত্যুতে আরো একটি পদ শূন্য হলো। এ ছাড়া বেশ কয়েকজন সদস্য অসুস্থ। স্থায়ী কমিটির বৈঠকে তাদের উপস্থিতি খুবই কম। এমতাবস্থায় দলের ত্যাগী, অভিজ্ঞ নেতাদের দিয়ে স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণের কথা বারবার বলা হলেও তা কোনো এক অদৃশ্য কারণে হচ্ছে না।

অবশ্য দলটির অনেকেই মনে করেন, দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন অভিজ্ঞ ও প্রবীণ নেতৃত্বের প্রতি আস্থা রাখেন না। আর সে কারণেই তিনি এই শূন্য পদগুলো পূরণ করতে মনোযোগী নন। বর্তমানে ১৯ সদস্যের স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য। স্থায়ী কমিটিতে শূন্যপদগুলো চাইলেই পূরণ করতে পারেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এছাড়া দলে আরও বেশ কিছু শূন্য পদও রয়েছে। সেগুলোও পূরণ করতে পারেন। কিন্তু কেন করছেন না, তা কারো কাছেই পরিষ্কার নয়। 

প্রবীণ নেতারা প্রকাশ্যে এ নিয়োগের বিরোধিতা না করলেও তারা আর আগের মতো দলের কার্যক্রমে থাকেন না। এদের মধ্যে একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়েছেন কেউ কেউ। আবার সুযোগ পেলে দলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করতেও কেউ কেউ ছাড়েন না। আবার দু-তিনজন বাদ দিলে দলের স্থায়ী কমিটিতে এখন যারা আছেন তাদের যোগ্যতা ও অবস্থান নিয়েও রয়েছে নানা প্রশ্ন।

কমিটি জটের ঘূর্ণিপাকে নিষ্ক্রিয় বিএনপির অঙ্গসংগঠনগুলোও। দলটির ৯টি অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠন দুটিরও একই অবস্থা। ফলে এখন পদহীন পরিচয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ছাত্রদলের সাবেক ৫ শতাধিক নেতা। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদেরও পদ নেই। এ ছাড়া এ দল দুটির বেশ কিছু সাবেক নেতাও এখন পদহীন। অঙ্গসংগঠনের কমিটি-জট না কাটায় বিএনপির হাইকমান্ডও তাদের বিষয়ে কোনো ফয়সালা দিতে পারছেন না। আর পদবঞ্চিত সাবেক ছাত্রনেতারা বলছেন, নিজেদের নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতেই অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা কমিটি নিয়ে ভাবছেন না। এদিকে, কাউন্সিল করে ছয় মাসেও কমিটি দিতে পারেনি কৃষক দল।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি না করে এ ধরণের বৈঠক দিয়ে সরকার পতনের আন্দোলন করতে পারবে না বিএনপি।  দলের শীর্ষ নেতারা আলোচনার টেবিলে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু আন্দোলন-সংগ্রাম-কর্মসূচিতে তারা থাকেন না। এখন বিএনপির আন্দোলন বা কর্মসূচি প্রেসক্লাব নির্ভর হয়ে গেছে। কমিটিহীন, কর্মসূচীহীন একটা দল কি চলতে পারে? খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত স্থায়ী কমিটির যে বৈঠকগুলো হত সেগুলো এখনকার তুলনায় কিছুটা হলেও কার্যকরী  ছিল। কিন্তু এখন তারেক রহমানের নেতৃত্বে বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা হলেও সিদ্ধান্ত হয় না। আবার সিদ্ধান্ত হলেও তার বাস্তবায়ন নেই। অনেক সময় উল্টো সিনিয়র নেতাদের মধ্যে কাদাছোড়াছুরি চলে। এনিয়ে দলের ভিতরে ও বাইরে এবং সমগ্র রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা আছে। ফলে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া দলটির হাতে বিশেষ কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭