ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে চাপে থাকবে ভারত: বাবর আজম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 20/09/2021


Thumbnail

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামি ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাতের সেই ম্যাচে পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবে ভারত, এমনটাই বিশ্বাস পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের।

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে ভারত। আর বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। চলতি বছরের জুলাইয়ের পর দল হিসেবে টি-টোয়েন্টি খেলা হয়নি ভারতের। এ কারণেই পাকিস্তানকে এগিয়ে রাখছেন বাবর।

তিনি বলেন, `টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের তুলনায় ভারত বেশি চাপে থাকবে। কেননা তারা লম্বা সময় ধরে একসঙ্গে টি-টোয়েন্টি খেলেনি। সম্প্রতি ভারত টেস্ট খেলেছে এবং এখন তারা আইপিএল খেলবে।`

বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনও ম্যাচে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে দুই দল একে অপরের মোকাবেলা করেছে সাতবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাঁচবার। সবগুলো ম্যাচেই জয়ের হাসি হেসেছে ভারত।

এবার ভারতকে হারাতে হলে রীতিমত ইতিহাস বদলে দিতে হবে পাকিস্তানকে। বিশেষত, সংযুক্ত আরব আমিরাতের মাঠে খেলা হওয়াতে আশার আলো দেখছেন বাবর। ২০০৯ সালে নিজেদের দেশে বোমা হামলায় ক্রিকেট বন্ধ হওয়ার পর থেকে আরব আমিরাতকে হোম ভেন্যু বা ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে পাকিস্তান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭