ইনসাইড বাংলাদেশ

১৫ দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2021


Thumbnail

ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত তিন দিনের ট্রাক-লরি ধর্মঘট শুরু হয়েছে। ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘট আহ্বান করে তারা।

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির জানিয়েছেন, এটা মালিক ও শ্রমিকদের যৌথ কর্মসূচি।

তিনি বলেন, সরকার দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর নেওয়া যাবে না এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে।

মো. মনির বলেন, ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেওয়া চালু করতে হবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭