ইনসাইড গ্রাউন্ড

রশিদকে শেখানোর কিছু নেই: মুরালিধরন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2021


Thumbnail

আধুনিক সময়ের ক্রিকেটতো বটেই, ক্রিকেট ইতিহাসেরও সেরা লেগ স্পিনারদের একজন হওয়ার শক্ত দাবীদার রশিদ খান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে তার কিপটে বোলিং মুগ্ধ করে সবাইকে। 

হায়দরাবাদের কোচ থাকার সুবাদে শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার রশিদের সঙ্গে লাইন-লেংথ নিয়ে কাজ করছেন। তার মতে, এছাড়া এই লেগ স্পিনারকে নিয়ে কাজ করার মতো বেশি কিছু নেই। সবসময় তাকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন মুরালিধরন।

তিনি বলেন, ‘আমি হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে তাকে আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করি। তাছাড়া তার বোলিংয় নিয়ে কাজ করার মতো খুব বেশি কিছু নেই। তারপরও তাকে লাইন এবং লেন্থ নিয়ে কিছু পরামর্শ দেই। একই লাইন লেন্থ বজায় রেখে বেশি বেশি বোলিং করতে বলি।’

তিনি আরও বলেন, ‘সে আমার মতো বা অশ্বিনের মতো একই জায়গায় বা একই লাইন-লেংথে টানা বোলিং করে না। কারণ তার বল খেলার জন্য সে ব্যাটসম্যানদের খুব বেশি সময় দেয় না। তাই তার শর্ট বলেও রান করা কঠিন কাজ। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে আপনাকে বোলারদের উপর চড়াও হতে হবে, তা না হলে রান করতে পারবেন না। আর এই জায়গায় রশিদ খুবই কিপটে বোলিং করছে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭