ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশ দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল: রমিজ রাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2021


Thumbnail

পিসিবির দায়িত্ব নেয়ার পর থেকেই যেনো ঝামেলার মাঝে আছেন রমিজ রাজা। বর্তমানে পাকিস্তানের অবস্থা ভালো হওয়ার পরেও নিরাপত্তা ইস্যুতে দুইটি সিরিজ বাতিল হওয়ায় পাকিস্তানে ক্রিকেট ফেরা যেন আবারও অনিশ্চিত হয়ে গেলো। 

নিউজিল্যান্ড সিরিজ বাতিলের পর পিসিবি হাত বাড়িয়েছিল বাংলাদেশের দিকেও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বিতীয় সারির দল পাঠানোর প্রস্তাব দেয়ায় তাতে না করে দেয় পিসিবি। 

৫৯ বছর বয়সী সাবেক অধিনায়ক বলেছেন, ‘অনেকেই সহমর্মিতা জানিয়েছিল। জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা আসার জন্য প্রস্তুত ছিল। বাংলাদেশ তাদের দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল আমাদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য। তবে আমরা অযথা ঝামেলা চাইনি। তাই বাংলাদেশকে নিষেধ করে দিয়েছি।’ 

পাকিস্তান ক্রিকেটে সোনালি সময় ফিরিয়ে আনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন রমিজ, ‘আমি সমর্থকদের কথা দিচ্ছি, পাকিস্তান ক্রিকেট আবারও পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়বে।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭