ইনসাইড গ্রাউন্ড

ইংল্যান্ডের হয়ে খেলা ডার্নবাচ সুযোগ পেলো ইতালি দলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2021


Thumbnail

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে অর্ধ-শতাধিকেরও বেশি ম্যাচ খেলা জ্যাড ডার্নবাচ সুযোগ পেয়েছেন্ন ইতালি ক্রিকেট দলে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের জন্য ঘোষিত দলে তাকে রেখেছে ইতালি। 

৩৫ বছর বয়সী এই পেসার ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন। খরুচে বোলিংয়ের জন্য সমালোচিত ছিলেন তিনি। প্রতি ওভারে ওয়ানডেতে সাড়ে ছয় ও টি-টোয়েন্টিতে প্রায় ৯ রান করে দিতেন তিনি। গত কয়েক মৌসুম ধরেই কাউন্টি ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাবেন তিনি। মাতৃসূত্রে ইতালিতে খেলার অনুমতি পেয়েছেন ডার্নবাচ।

ইংল্যান্ডের জার্সিতে সর্বশেষ ম্যাচটি তিনি খেলেছেন বাংলাদেশের মাটিতে। চট্টগ্রামে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচটিই ইংলিশদের হয়ে তার শেষ ম্যাচ। সেই ম্যাচে ৩ ওভারে ৪৪ রান দিয়েছিলেন তিনি।

গ্যারেথ বার্গকে অধিনায়ক করে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করা হয়েছে। দলের হেড কোচের দায়িত্বও পালন করবেন বার্গ। তার সহকারী কোচ হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ওয়াইস শাহ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭