ইনসাইড গ্রাউন্ড

আফগান ক্রিকেটের প্রধান নির্বাহীকে সরালো তালেবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/09/2021


Thumbnail

হঠাৎই দায়িত্ব হারালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিবুল্লাহ হাক্কানি। চাকরিচ্যুত হওয়ার বিষয়টি হামিদ শিনওয়ারি নিজেই নিশ্চিত করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) হামিদ শিনওয়ারিকে পদচ্যুত করা হয়। সোমবার এসিবির অফিসে হঠাৎই আসে তালেবানের সহযোগী হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা। তাদের দাবির মুখেই নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি জানান হামিদ শিনওয়ারি। তিনি বলেন, ‘আমাকে পদচ্যুত করা হয়েছে।’

সোমবার এসিবি অফিসে হাক্কানি নেটওয়ার্কের নেতাদের আসার বিষয়ে হামিদ শিনওয়ারি বলেন, ‘আনাস হাক্কানি অফিসে এসে আমাকে জানায় আমি আর এসিবির প্রধান নির্বাহী থাকছি না। আমার জায়গায় বসবেন নাসিবুল্লাহ হাক্কানি।’

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই আফগানিস্তান ক্রিকেটের একমাত্র প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সাথে কথা বলতেন হামিদ শিনওয়ারি।

প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি আগে পদচ্যুত হয়েছিলেন এসিবির সাবেক সভাপতি ফারহান ইউসুফজাইকে সরিয়ে আজিজুল্লাহ ফাজলিকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও জাতীয় দলের অধিনায়ক হিসেবে পদত্যাগ করেছিলেন লেগ স্পিনার রশিদ খান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭