ইনসাইড গ্রাউন্ড

কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয় : বার্সা কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

সময়টা ভালো যাচ্ছে না রোনাল্ড কুমানের। একের পর এক ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্সে এমনিতেই ভীষণ চাপে বার্সেলোনা কোচ। তার ওপর এবার দেখলেন লাল কার্ড। অবশ্য এই কার্ডে বিরক্ত কুমান দাবি করছেন, কার্ড পাওয়ার মতো তেমন কিছুই তিনি করেননি।

লা লিগায় বার্সেলোনার আরেকটি ধারহীন পারফরম্যান্সের ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত প্রাপ্তি জোটে কুমানের। কাদিসের বিপক্ষে বৃহস্পতিবার রাতে গোলশূন্য ড্রয়ের শেষ সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদের জেরে তাকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচে সেটিই বার্সেলোনার প্রথম লাল কার্ড নয়। ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে। যদিও ওই কার্ড নিয়ে প্রশ্নের অবকাশ আছে যথেষ্টই।

ম্যাচের নানা মুহূর্তে মাঠে কুমানকে অগ্নিশর্মা দেখা গেলেও ম্যাচের পর তিনি বললেন, ধীরস্থির থেকেই তিনি রেফারির সঙ্গে কথা বলছিলেন।

“আমি স্রেফ ফোর্থ অফিসিয়ালকে বলেছিলাম যে মাঠে তখন দুটি বল। এই দেশে কোনো কারণ ছাড়াই মাঠ থেকে বের করে দেওয়া হয়। আমি তো রেফারির সঙ্গে শান্ত হয়েই কথা বলছিলাম। যাহোক, বাদ দিন, এটা আমার সমস্যা নয়।”

এই ড্রয়ের পর ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে বার্সেলোনা। কোচ হিসেবে কুমানের ভবিষ্যৎও শঙ্কায় পড়ে যাচ্ছে আরও।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭