ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসির একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হামলায় একজন নিহত ও হত্যা ও আরও ১২ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) টেনেসির মেমফিস শহরের কাছে কলিয়ারভাইলে ক্রোগারের একটি সুপারশপে এই গোলাগুলির ঘটনা ঘটে।  

পুলিশের ভাষ্য, বন্দুক নিয়ে হামলা ও গুলিবর্ষণে হতাহত হওয়ার পর নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে অভিযুক্ত হামলাকারী।

কোলিয়ারভিলের পুলিশ প্রধান ডেল লেন জানান, বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে নিজের বন্দুকের গুলিতেই হামলাকারী মারা যান।

লেন বলেন, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং এর কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সুপারমার্কেটে আটকে পড়া কর্মী ও ক্রেতাদের একে একে বের করে আনে পুলিশ।

তিনি আরও জানান, হামলার পর ওই স্টোরে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। কর্মকর্তারা সেখানে আতঙ্কিত অনেককে ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করেন। হামলার হাত থেকে বাঁচতেই তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন।

এদিকে হামলাকারী ওই ব্যক্তি ওই সুপারমার্কেটের কর্মী ছিলেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এই হামলার ঘটনার বিস্তারিত জানতে এফবিআই-সহ অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭