ইনসাইড পলিটিক্স

`দুর্বৃত্ত ও দুষ্কৃতকারীদের জন্য আ.লীগের দরজা চিরতরে বন্ধ`

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

সমাজিক দুর্বৃত্ত ও দুষ্কৃতকারী যারা সমাজ ও জাতিকে অন্ধকারে নিমজ্জিত করছে তারা যেন কোনো অবস্থাতেই দলে অনুপ্রবেশ করতে না পারে, সে দিকে সতর্ক থাকতে বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার  (২৩ সেপ্টেম্বর) সকালে নতুন সদস্য গ্রহণ ও নবায়নের জন্য আওয়ামী লীগের ৪৩ সাংগঠনিক ওয়ার্ডে ফরম বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

আ জ ম নাছির উদ্দীন বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এবং জননেত্রী শেখ হাসিনার অনুগত তাদেরই সদস্য অন্তর্ভুক্তিতে যোগ্য বিবেচনা করতে হবে। আরো একটি বিষয়, সদস্য অন্তর্ভুক্তিতে যারা আন্দোলন-সংগ্রাম-লড়াইয়ের মাধ্যমে দুঃসময়ে আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তাদেরই আমলে আনতে হবে। 

তিনি বলেন, স্থানীয় নেতৃত্বে সফলতা নির্ধারিত হবে ইউনিট পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, এর ওপর। সমাজিক দুর্বৃত্ত ও দুষ্কৃতকারী যারা সমাজ ও জাতিকে অন্ধকারে নিমজ্জিত করছে তারা যেন কোনো অবস্থাতেই দলে অনুপ্রবেশ করতে না পারে। এধরনের মানুষকে যদি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ঐ ইউনিট ওয়ার্ড কমিটির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ সমশের, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম প্রমুখ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭