ইনসাইড ইকোনমি

ভারতে পৌঁছল ২৮৭ টন ৮৪০ কেজি ইলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

ইলিশ উৎপাদন কমে যাওয়ার কারণে ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলে গত বছরের ন্যায় এবছর বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের মানুষের জন্য আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মাঝে গত দুই দিনে ভারতে গেছে দুই লাখ ৮৭ হাজার ৮৪০ কেজি অর্থাৎ ২৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত দুই লাখ ৯ হাজার কেজি (২০৯ মেট্রিক টন) ইলিশ মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের গেটপাস (আইজিএম) হয়েছে। এর আগে গত বুধবার ভারতে যায় ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ।

গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে ইলিশ রপ্তানি।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২ প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩ প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালান ৭৮ হাজার ৮৪০ কেজি ও বৃহস্পতিবার দ্বিতীয় চালানে  ২০৯ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭