ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেট থেকে ‘ব্যাটসম্যান’ শব্দ বাদ দেয়ার নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন। এখন থেকে আর বলা যাবে না ‘ব্যাটসম্যান’। কারণ কী? আন্তর্জাতিক ক্রিকেটে নারী খেলোয়াড়দের কী নামে ডাকবেন? ‘ব্যাটসম্যান’? কিন্তু এটা পুরুষবাচক শব্দ। বিপত্তি এখানেই। তাই পুরুষতান্ত্রিক এই শব্দটিকে এবার মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। 

এমসিসি জানায়, এখন ‘ব্যাটসম্যান’ এর পরিবর্তে নারী-পুরুষ উভয়ের বেলায় বলতে হবে ‘ব্যাটার’। 

যদিও এমসিসি বলেছে, আরও বেশকিছু ক্ষেত্রে শুধুই পুরুষবাচক শব্দ রয়েছে ক্রিকেটে, যেমন থার্ড ম্যান, নাইটওয়াচম্যান, টুয়েলভথ ম্যান প্রভৃতি। তবে সেগুরোকে এখনই বদলে ফেলা হয়নি। 

এমসিসি আরও জানায়, তারা বিশ্বাস করে এই ব্যাটার শব্দবন্ধটি আগামী দিনে নারী-পুরুষ প্রত্যেককেই সমান মর্যাদা এবং সম্মান দিতে সাহায্য করবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭