ইনসাইড বাংলাদেশ

গাজীপুরের মেয়রকে জড়িয়ে অডিও জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

একটি রাজনৈতিক মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমার একটি কথার অডিও রেকর্ড এডিট করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। পরে পরিকল্পিতভাবে এই রেকর্ডকে পুঁজি করে রাস্তায় বিক্ষোভও করা হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। 

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি অডিও রেকর্ডের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মেয়র আরো বলেন, ‘সম্প্রতি ৫৭টি ওয়ার্ডে কমিটি দেওয়ার সময়েও আমার বিরুদ্ধে বিক্ষোভ করে। কিন্তু মিথ্যা কখনো সত্য হয় না। একের পর এক ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিককে যারা কটুক্তিকারি বানানোর চেষ্টা করে তাদের আশা কখনোই সফল হবে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।‘

এদিকে, মেয়রের অনুসারীরা বলছেন, `মেয়রের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানাভাবে উঠে পড়ে লেগেছে। এমনকি মেয়রকে নিয়ে চক্রান্তকারীদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে দলীয় লোকজনকে। অপরদিকে, মেয়রের প্রতিপক্ষের লোকজন বিক্ষোভ মিছিল, কুরুচিপূর্ণ স্লোগান এবং মহাসড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জালিয়ে জনদূর্ভোগ তৈরি করে। এতে কয়েক ঘণ্টা যানজটে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হয়েছে সাধারণ মানুষ।`



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭