ইনসাইড বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত দেশের ১৪০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

মালি মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষায় অসামান্য অবদান ও উঁচুমানের পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাদের এই পদকে ভূষিত করা হয়েছে। 

গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন মালির (এমআইএনইউএসএমএ) সদর দফতরে এ পদক দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএনইউএসএমএ পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি। এ ছাড়া চিফ অপারেশনস শারফাদিন মার্গিসসহ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পেট্রিসিয়া বাংলাদেশ পুলিশের পেশাদারি ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭