ইনসাইড গ্রাউন্ড

নিয়মের ফাঁদে দল পেলেন না জাতীয় দলের গোলরক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

চার বছর পর হচ্ছে ঢাকা হকি লিগের দলবদল। তবে সেই দলবদলে নিয়মের ফাঁদে কপাল পুড়লো জাতীয় দলের গোলরক্ষক অসীম কুমার গোপের। হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী সার্ভিসেস বাহিনীর সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে দলে নিতে পারবে ক্লাবগুলো। গোলরক্ষকরা সাধারণত এই নিয়মের বাইরে থাকেন। এবার সেই নিয়মের মধ্যে থাকায় আটকে গেছেন অসীম

ঘরোয়া ফুটবল, হকিতে পুল, কোটা নতুন কিছু নয়। ফুটবলে অনেক তারকা খেলোয়াড়রা পুলের জন্য ছোট ক্লাবে ও নিচের স্তরের লিগে খেলতে বাধ্য হয়েছেন। এবার এই কোটা ব্যবস্থায় আটকে গেলেন জাতীয় দলের গোলরক্ষক অসীম কুমার গোপ। 

তিন বছর পর লিগ হচ্ছে, সেই লিগে খেলতে পারবে না অসীম, সেটি যেনো নিজেও মেনে নিতে পারছেন না। সার্ভিসেস বাহিনীতে থাকা অন্য গোলরক্ষকরা দল পেলেও শুধু অসীম পাননি। 

সার্ভিসেস বাহিনীতে কর্মরত গোলরক্ষকদের পাঁচ জনের কোটার বাইরে রাখার আনুষ্ঠানিক আবেদন করা হয়েছিল। গভর্নিং বডির সভায় এই বিষয়টি উত্থাপিত হয়নি। গত পরশু রাতে লিগ কমিটির জরুরি সভায় মোহামেডানের প্রতিনিধি আরিফুল হক প্রিন্স এই প্রসঙ্গ উথাপন করলেও আলোচনা হয়নি। 

অসীমের শেষ সম্বল ফেডারেশনের সভাপতি। হকি লিগে খেলার জন্য তিনি সভাপতি বরাবর বিশেষ আবেদন করবে বলে জানান। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭