ইনসাইড গ্রাউন্ড

টসে হেরে ব্যাটহাতে শক্ত অবস্থানে ব্যাঙ্গালুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় হওয়ার কথা ছিল টস। সেটি পিছিয়ে রাত আটটায় হয়েছে। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  টস দেরিতে হয়েছে, ম্যাচও ১৫ মিনিট দেরিতে অর্থাৎ রাত ৮টা ১৫ মিনিটে শুরু হচ্ছে। তবে কোনো ওভার কর্তনের সিদ্ধান্ত হয়নি।

প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি শুরু থেকে ভাল খেলছে। পাওয়ার প্লের ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৫ রান তোলে। ব্যাট হাতে দলপতি বিরাট কোহলি ২১ বলে ৩৩ এবন দেবদুত ১৬ বলে ২৫ রান তুলেছেন। 

দুই দলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুই নম্বরে। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি, দেবদূত পাডিক্কেল, শ্রীকর ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, টিম ডেভিড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নভদ্বীপ সাইনি, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।

চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলেউড।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭