ওয়ার্ল্ড ইনসাইড

কানাডায় বঙ্গবন্ধু সেন্টারের বৃত্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব, শহীদ ক্যাপ্টেন শেষ কামালের স্মৃতির সম্মানে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে কানাডাস্থ বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ কর্তৃক কানাডায় স্নাতক অথবা স্নাতকোত্তর শ্রেণীতে ২০২১-২০২২ শিক্ষা বর্ষে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র/ছাত্রীদের জন্য ৫টি বৃত্তির ঘোষণা দেওয়া হয়।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এর প্রধান পৃষ্ঠপোষক ডঃ খলিলুর রহমান গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের অনুষ্ঠানে এই ঘোষণা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল আবেদনপত্র ১লা নভেম্বর ২০২১ তারিখের মধ্যে অনলাইনে বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ ইন কানাডা এর কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হবে।

বৃত্তির আবেদনপত্র দাখিলের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে থেকে: BE//www.bcbacanada om scholarship অথবা https://www.ncbscanada.org/scholarship-howtoanni ওয়েবসাইট থেকে।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭