ইনসাইড গ্রাউন্ড

জামালরা চ্যাম্পিয়ন হলে ‘অকল্পনীয়’ পুরস্কার দিবে সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

আমাদের দেশে সাধারণত জাতীয় দলের ফুটবলারদের বড় ম্যাচের আগে অথবা টুর্নামেন্টে ভালো করলে সাধারণত বোনাস ঘোষণা করে ক্রীড়া সংস্থাগুলো। তাই আসন্ন সাফের আগে এমন কোনো ঘোষণা আছে কিনা সংবাদকর্মীদের এমন এক প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আমি ভেবে রেখেছি। এখন কোনো ঘোষণা দেব না। যতবার ঘোষণা দিয়েছি রেজাল্ট পাইনি। চ্যাম্পিয়ন হলে কল্পনাও করতে পারবে না কি উপহার দেব।’ আর এটিই এখন ঘোষণা না দিয়েও যেন ঘোষণা হয়ে গেলো! 

ঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভিআইপি বক্স থেকে জামাল ভূঁইয়াদের অনুশীলন দেখাকালে বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বাংলাদেশ দল ফাইনালে খেলবে এমন প্রত্যাশা করেন। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ নিচের দিক থেকে দ্বিতীয় নম্বর অবস্থানে। অন্য দলগুলো যেখানে দীর্ঘমেয়াদী অনুশীলন করে সাফ খেলতে আসবে, সেখানে বাংলাদেশ যাবে মাত্র দিন সাতেকের অনুশীলনে। এতে সমস্যা দেখছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘ফিটনেস নিয়ে কাজ করার কিছু নেই। বসুন্ধরা ও আবাহনী ম্যাচ খেলেছে কিছু দিন আগে। আমি মনে করি আমাদের দল সঠিক অবস্থায় আছে। আশা করি ভালো কিছু করবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭