ইনসাইড গ্রাউন্ড

চেন্নাইয়ের সামনে ১৫৭ রানের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/09/2021


Thumbnail

ব্যাঙ্গালোরের ওপেনিং জুটি এ দিন দুরন্ত ছন্দে ছিল। কোহলি এবং পাড্ডিকাল জুটি ১১১ রানের পার্টনারশিপ গড়ে। কিন্তু তার পর কোহলি ৫৩ রান করে সাজঘরে ফিরে যাওয়ার পর চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। একের পর এক উইকেট হারায় তারা। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানেই শেষ হয়ে যায় আরসিবি-র ইনিংস। ব্র্যাভো ৩ উইকেট নিয়েছেন। শার্দুল নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন দীপক চাহার। জিততে হলে ধোনিের ১৫৭ রান করতে হবে। শারজার মতো ছোট মাঠে, আইপিএলের ম্যাচে নিঃসন্দেহে এটা বেশ সহজ টার্গেট।

আইপিএলের দ্বিতীয় পর্বে চেন্নাই জয় দিয়েই শুরু করেছে। কিন্তু বিরাট কোহলিরা প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে। একদিকে ধোনি ব্রিগেড যখন জয়ের ধারা ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে। তখন জয়ে ফিরে নিজেদের জায়গা মজবুত করতে চাইবে বিরাট কোহলির টিম। তবে ধোনি বনাম বিরাটের লড়াইটা কিন্তু সহজ হবে না।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭