ইনসাইড হেলথ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৩ কোটি ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2021


Thumbnail

বিশ্বে প্রণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই বাড়ছে। এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখ জনেরও বেশি। 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার অনুসারে , আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৮৮৪ জন। একই সময়ে মারা গেছেন ৪৭ লাখ ৫০ হাজার ৪৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৬৫১ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে জানানো হয়, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৭৩০ জন। আর মৃত্যু হয়েছে ৭ লাখ ৫ হাজার ২৩৮ জন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭