কালার ইনসাইড

প্রভাকে নিয়ে যা বললেন মিশা সওদাগর 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2021


Thumbnail

প্রায়ই দেখা যায় শোবিজ তারকাদের সাইবার বুলিংয়ের শিকার হতে। ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটারসহ ইউটিউবে তারকাদের ছবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টে কুরুচিপূর্ণ মন্তব্য চোখে পড়ে। 

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ফেইসবুক জনপ্রিয়। তাই দেশের তারকারা সবচেয়ে বেশি নিগৃহীত হন ফেইসবুকে। অনেকে বুলিংয়ের শিকার হয়ে কাজের আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেন। সাইবার বুলিং নিয়ে কথা বলতে গিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রসঙ্গে মন্তব্য করেছেন মিশা সওদাগর। 

বাংলা চলচ্চিত্রের দাপুটে এই খল অভিনেতা বলেন, ‘এদের যত তারাতারি সম্ভব আইনের আওতায় আনা দরকার। গুটিকয়েক লোক ফেইসবুক ও ইউটিউবে উদ্ভট শব্দ জুড়ে দিয়ে এমনভাবে রসিয়ে প্রচারণা চালায় যার কোনো সত্যতা নেই।এতে ইন্ডাস্ট্রি ও শিল্পীর বদনাম হয়।তাদের যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। অনেক সময় এগুলো আমরা সহ্য করে নেই। দেখা গেছে, অভিনেত্রী প্রভা সুন্দর একটি ছবি শেয়ার করলেও সেটি নিয়ে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। কিছুদিনে আগে অভিনেতা চঞ্চল চৌধুরী মায়ের সঙ্গে ছবি শেয়ার করেও এমন পরিস্থিতির শিকার হয়েছেন। মাকে নিয়ে কটাক্ষ করে কথা বললে আমি মেনে নেব না। সেসময় আমি এর প্রতিবাদ করেছি ফেইসবুকে।এদের প্রতিহত করতে শিল্পীদের এগিয়ে আসতে হবে।আইনি সহায়তা নিতে হবে।’ 

শাকিব খানের ভক্তদের উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, ‘বছরখানেত আগে শাকিব খানকে চলচ্চিত্র পরিবার বয়কট করেছিল। তখন ফারুক ভাই, আলমগীর ভাইয়ের বিরুদ্ধে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো বলা যায় না, দেখা যায় না, পড়া যায় না।’

যারা এ ধরনের কাজ করে তারা ফেইসবুক ব্যবহার করতে পারে কিনা এ নিয়ে সন্দিহান এই অভিনেতা। মিশা বলেন, ‘আমি এও দেখেছি যারা এগুলো করেন তাদের পড়াশোনা বেশি না।’

উল্লেখ্য, মিশা সওদাগর বর্তমানে `লিডার আমি বাংলাদেশ` ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭