ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানের উপর নজর রাখবে কোয়াড: ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2021


Thumbnail

ব্যক্তিগত পর্যায়ে কোয়াড সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানরা। 

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) তারা জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এই বৈঠকে অংশ নেন।

সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে ভারত জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখবে কোয়াডের অন্তর্ভুক্ত দেশসমূহ।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং কোয়াডের অন্যান্য দেশসমূহও আফগানিস্তান সঙ্কটে পাকিস্তানের উপর সতর্ক দৃষ্টি রাখার ব্যাপারে একমত হয়েছে। এর বাইরে কোয়াড সম্মেলনে নরেন্দ্র মোদি বিশ্বে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে কোয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মুখোমুখি হন কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা। এতে নরেন্দ্র মোদি ছাড়াও অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। বৈঠকে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদসহ বৈশ্বিক নানা সঙ্কট নিয়ে আলোচনা করেন নেতারা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭