ওয়ার্ল্ড ইনসাইড

জাতিসংঘের ভাষণে মোদি সরকারকে ফ্যাসিস্ট বললেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2021


Thumbnail

পাকিস্তান আমেরিকার অকৃতজ্ঞতা ও আন্তর্জাতিক দ্বৈত অবস্থানের শিকার বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে তিনি এ কথা বলেন।

গতকাল শেষ বেলায় তার পূর্ব রেকর্ডকৃত ভাষণ প্রচার করেন। এতে তিনি জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ইসলামভীতি এবং উন্নয়নশীল দেশগুলোর দুর্নীতিগ্রস্ত এলিটদের চরম বিশঙ্খলার মতো নানা ইস্যু নিয়ে কথা বলেন। 

জাতিসংঘে দেয়া ভাষণে ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেন ইমরান খান।

আফগান পরিস্থিতির জন্য আমেরিকা ও ইউরোপের বহু কর্মকর্তা পাকিস্তানকে দায়ী করে থাকেন- একথা উল্লেখ করে ইমরান খান বলেন, নাইন ইলেভেনের হামলার পর আমেরিকা আফগানিস্তানে যে অভিযান চালিয়েছিল তাতে পাকিস্তান পশ্চিমাদের সহযোগী ছিল এবং এজন্য ইসলামাবাদকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। অথচ আমেরিকা ইসলামাবাদকে ছেড়ে গেছে।

ইমরান খান বলেন, আফগান যুদ্ধের জন্য পাকিস্তানের ৮০ হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। এখানে পুরস্কারের পরিবর্তে পাকিস্তান পশ্চিমাদের কাছ থেকে দোষী বলে সাব্যস্ত হয়েছে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭