ওয়ার্ল্ড ইনসাইড

আফগানিস্তানে বিউটি পার্লারগুলোর কী হবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/09/2021


Thumbnail

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর অনেক বিউটি পার্লার বন্ধ হয়ে গেছে৷ কিছু পার্লারে ঢুকে তালেবান হুমকি দিয়েছে, আর বাকিগুলো ভয়ে বন্ধ করে দেয়া হয়েছে৷

১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর বিউটি পার্লারে সেঁটে থাকা মেয়ে মডেলদের ছবিতে রং মাখিয়ে দেয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷

কাবুলের ৪০ বছর বয়সি বিধবা নারী সাদাফের (ছদ্মনাম) একটি বিউটি পার্লার ছিল৷ ২০১৫ সালে স্বামী মারা যাওয়ার পর এই ব্যবসা দিয়ে তিনি পাঁচ সন্তান লালনপালন করতেন৷ কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর কয়েকজন বন্দুকধারী সাদাফের পার্লারে ঢুকে তাকে গুলি করার হুমকি দেয়৷এরপর সামনের জানালার কাচ ভেঙে দেয়৷ সেদিনের পর থেকে আর বাইরে বের হননি সাদাফ৷ তার সংসার এখন কীভাবে চলবে তিনি জানেননা৷

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকার সময় বিউটি পার্লার বন্ধ করে দেয়া হয়েছিল৷ সেই সময় মেয়েরা মুখ ঢাকা পোশাক না পরলে তাদের বেত্রাঘাত করা হতো৷ নখে নেল পলিশ লাগালে অনেকের আঙুলও কেটে নিয়েছে তালেবান৷ ভুলবশত পোশাকের আড়ালে পা বের হয়ে গেলেও রাস্তায় নারীদের নির্মমভাবে পেটানোর ঘটনা ঘটেছে৷ প্রকাশ্যে মেকআপ পরে উপস্থিত নারীরা পুরুষদের উত্তেজিত করে বলে তালেবান মনে করে৷

তালেবান আবারও ক্ষমতায় আসায় সেই ঘটনার কথা মনে করে অনেক মালিক ভয়ে পার্লার বন্ধ করে দিয়েছেন৷ তবে গোপনভাবে কিছু পার্লারে কাজ শুরু হয়েছে বলে থমসন রয়টার্স ফাউন্ডেশনকে জানিয়েছে ‘আফগানিস্তান ওমেন চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি` বা এডাব্লিউসিসিআই৷

তালেবানের প্রথম সময়েও এভাবে গোপনে বিউটি পার্লার চালু ছিল বলে জানিয়েছেন সায়মা আলী৷ ৬৪ বছর বয়সি আলী এখন যুক্তরাষ্ট্রে থাকেন৷ ২০০৩ সালে কাবুলে এক বিউটি স্কুলে প্রশিক্ষণ দিতে গিয়ে এমন গোপন সেলুনের কথা শুনেছিলেন বলে জানান৷ ঐসব সেলুনে তালেবানের স্ত্রীরাও যেতেন বলে তিনি শুনেছেন৷ সায়মা আলী বলেন, ‘‘বোরকা পরে থাকলেও আফগান নারীরা সবসময় তাদের চেহারার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে৷`` তিনি বলেন, তালেবানের সময়েও বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য উৎসব হয়েছে৷ সে কারণে গোপনে পরিচালিত সেলুনগুলো ভালো আয় করেছে৷

এবার ক্ষমতায় এসে তালেবান বলেছে তারা আগের মতো কট্টর নীতি অনুসরণ করবেনা৷ ইসলামি আইন মেনে মেয়েরা কাজ করতে পারবে বলে জানিয়েছে৷ কিন্তু এর অর্থ কী, সেটা এখনও বিস্তারিত জানায়নি৷ তাই সাদাফের মতো পার্লারে কাজ করা অনেকে আপাতত পরিচিত ক্লায়েন্টদের বাড়ি বাড়ি গিয়ে কাজ করছেন৷

সুত্র: ডয়েচে ভেলে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭