ওয়ার্ল্ড ইনসাইড

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের সংঘর্ষে নিহত ১৪০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব শহরে দেশটির সরকার-সমর্থিত বাহিনীর সদস্যদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনায় ১৪০ জন নিহত হয়েছেন।

গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী এবং স্বাস্থ্য দফতরের বরাতে ডন জানিয়েছে, চলতি সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহর এ হতাহতের ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, সরকারি বাহিনীর অনুগত প্রায় ৪৭ সেনা প্রাণ হারান গত চারদিনের সংঘর্ষে। ইরান সমর্থিত ৯৩ হুতি বিদ্রোহীও নিহত হন উভয়পক্ষের যুদ্ধে। সরকারি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। 

সরকারি বাহিনী ও হুতি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে তেলসমৃদ্ধ অঞ্চল মারিবের আধিপত্য নিয়ন্ত্রণ রাখতে। যদিও নিশ্চিত করা হয়নি হুতি বিদ্রোহীদের পক্ষ তাদের সদস্য হতাহতের বিষয়টি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭