ওয়ার্ল্ড ইনসাইড

জার্মানিতে ‘ফ্রাইডে ফর ফিউচার’র সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

জার্মানিতে ২০তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী বার্লিনে প্রার্থী ও ভোটারদের মনোযোগ কাড়তে অনুষ্ঠিত সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান পরিবেশবাদী সংগঠন `ফ্রাইডে ফর ফিউচার`।

সমাবেশে অংশ নিয়ে সুইডেনের আলোচিত পরিবেশবাদী আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থানবার্গ বলেন, করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সত্যিই কতটা অসহায়। সেইসাথে জলবায়ুগত সমস্যার সমাধান এখনো হয়নি। একা এই সমস্যার সমাধান করা যাবে না। তাই ভোটে অংশ নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরো শক্তিশালী করার বিষয়ে জোর দেন গ্রেটা থানবার্গ।

সমাবেশে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য আহবান জানানো হয় বিশ্ব নেতৃবৃন্দের কাছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭