ওয়ার্ল্ড ইনসাইড

কিউবা করোনার টিকা রপ্তানি শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

করোনা টিকার রপ্তানি শুরু করেছে কিউবা। দেশেই উদ্ভাবিত তিন ডোজের কোভিড টিকা ‘আবদালা’র প্রথম চালান পাঠানো হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে। ভিয়েতনামের সাথে কিউবার ৫০ লক্ষ ডোজ টিকা আমদানির চুক্তি হয়েছে।

প্রথম দেশ হিসেবে আবদালা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভিয়েতনাম স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রয়টার্সের সূত্রে জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) কিউবার পক্ষ থেকে ভিয়েতনামে আবদালার প্রথম চালান পাঠানোর কথা জানানো হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, আবদালা টিকা করোনার সংক্রমণ ঠেকাতে ৯২.২৮ শতাংশ কার্যকর।

কমিউনিস্টশাসিত কিউবার বিজ্ঞানীরা আবদালা, সোবেরানা ২ এবং সোবেরানা প্লাস নামে করোনার মোট তিনটি টিকা তৈরি করেছে। এর মধ্যে দুটি দিয়ে গত মে মাসে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। তবে কিউবার তৈরি তিনটি টিকার একটিও এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে ব্যবহারের অনুমোদন পায়নি। 

শনিবার টুইটারে টিকা রফতানি শুরুর ঘোষণা দেয় রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল করপোরেশন বায়োকিউবাফার্মা। চলতি সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের মাঝমাঝি সময়ের মধ্যে কিউবার ৯০ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যপূরণের মতো উৎপাদন সক্ষমতা রয়েছে তাদের।  

বায়োকিউবাফার্মা জানিয়েছে, তিনটি মিলিয়ে বছরে ১০০ মিলিয়ন ডোজ টিকা তৈরি করতে সক্ষম তারা। এসব টিকা করোনাভাইরাসে আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ কিংবা প্রাণহানির ঝুঁকি প্রায় ৯০ শতাংশ কমে যায়।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭