ইনসাইড বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসিকে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রাখাইন রাজ্যে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে (আইসিআরসি) আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ রোববার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিউইয়র্কে আইসিআরসির সভাপতি পিটার মাউরার সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টিতে আইসিআরসিকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে, যেন রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে পারে। আইসিআরসিকে একটি টেকসই উপায়ে এ কাজ করতে হবে।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন আইসিআরসি প্রেসিডেন্ট। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য আইসিআরসির প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭