ইনসাইড বাংলাদেশ

রাজবাড়ীতে পদ্মায় ৩৭ কেজির বাঘাইড়; মূল্য ৪৮ হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে যা বিক্রি করা হয় ৪৮ হাজার টাকায়।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে মানিকগঞ্জের জাফরগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে গোবিন্দ হালদার সকাল ৯টার দিকে মাছটি বিক্রির উদ্দেশে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ১০০ টাকায় কিনে নেন। পরে চান্দু মোল্লা মাছটি বেশি দামে বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭