ইনসাইড গ্রাউন্ড

ক্যারিয়ারের অপূর্ণতা দূর করতে চান হাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

পাকিস্তানের হয়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন মোহাম্মদ হাফিজ। লম্বা ক্যারিয়ারের শেষ প্রান্তে আছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তার সবচেয়ে বড় স্বপ্ন বলে জানিয়েছেন হাফিজ।

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ হাফিজ সম্প্রতি কথা বলেছেন পাকিস্তানি গনমাধ্যম এআরওয়াই নিউজে। সেখানে তিনি জানান তার ক্যারিয়ার অসম্পূর্ণ হয়ে আছে।

হাফিজ বলেন, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন আমার দলের হয়ে বিশ্বকাপ জেতা। আমার লম্বা ক্যারিয়ারে এই অপূর্ণতা আছে। এবং আমি এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।’

৪০ বছর বয়সী মোহাম্মদ হাফিজের কোন লম্বা সময়ের পরিকল্পনা নেই। এই মুহূর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখেই কাজ করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমার এই মুহূর্তে কোন লম্বা সময়ের পরিকল্পনা নেই। আমার সমস্ত ফোকাস বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে। আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দলকে ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিতে।’

‘আমাদের দল বেশ ভালো এবং আমি এই মেগা ইভেন্টের দিকে তাকিয়ে আছি। একটা ব্যাপার নিশ্চিত যে পাকিস্তান নক আউটে খেলা ৪ দলের একটি হবে। আমি বাকি ৩ দলের কথা প্রেডিক্ট করতে পারি না তবে পাকিস্তানের ব্যাপারে আমি নিশ্চিত।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭