ইনসাইড গ্রাউন্ড

প্রীতি ম্যাচে বড় জয় বাংলাদেশের মেয়েদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তানে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। মূল প্রতিযোগিতায় ছন্নছাড়া পারফরম্যান্স প্রদর্শন করলেও দেশে ফেরার আগে স্বস্তির এক জয় তুলে নিয়েছে সাবিনা খাতুনের দল।

রোববার উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে হংকংয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। পাঁচ গোলের মধ্যে চার গোলই করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

ম্যাচের ১৮ মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন তহুরা খাতুন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৩ মিনিটে সাবিনা নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। 

৮৫ মিনিটে সাবিনা আরেক গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে হংকং। দলটি বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ খেলিয়েছে তা এখনো জানা যায়নি।

বাংলাদেশ ও হংকং দুই দলই এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান গিয়েছিল। দুই দল খেলেছিল ভিন্ন দুই গ্রুপে। উভয় দলই চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়। 

জর্ডান ও ইরান দুই দলের বিপক্ষেই ০-৫ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অন্য দিকে হংকং ফিলিস্তিনের বিপক্ষে হারলেও নেপালের বিরুদ্ধে ড্র করেছিল। দেশে ফেরার আগে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে দুই দল। দুই দেশের ফেডারেশন সম্মত হওয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭