ইনসাইড গ্রাউন্ড

আবারও ঘোষিত হতে পারে পাকিস্তানের বিশ্বকাপ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পরপরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিস। এরপর থেকেই গুঞ্জন উঠে পরিরবর্তন আসতে পারে পাকিস্তান স্কোয়াডে।

আইসিসির নিয়মানুযায়ী চলতি বছরের ১০ অক্টোবরের মধ্যে যেকোনো সময় স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। আইসিসির এ নিয়মের সুবিধা নিয়ে পাকিস্তান স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শহীদ আফ্রিদি। 

তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি। বিশ্বকাপের আগে বেশ কিছু পরিবর্তন নিয়ে পাকিস্তানের দল আবারও ঘোষণা করবে পিসিবি।’

শহীদ আফ্রিদির আগে একই সম্ভাবনার কথা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন, ‘বিভিন্ন বিশেষ পরিস্থিতিতে আমরা দলে পরিবর্তন আনতে পারি।’

তবে স্কোয়াডে কতটি পরিবর্তন আসবে কিংবা নতুন করে স্কোয়াডে কে জায়গা পাবে তা নিয়ে কোনো কথা বলেননি পাকিস্তানের প্রধান নির্বাচক।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭