ইনসাইড গ্রাউন্ড

অস্ট্রেলিয়াকে থামালো ভারতের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/09/2021


Thumbnail

রোববার (২৫ সেপ্টেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। দুই উইকেট হাতে রেখেই সেই রান টপকে গেছে শেফালি বর্মারা। শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে ম্যাচ জেতান আগের ম্যাচের খলনায়ক ঝুলন। তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনিই।

তবে শেষ ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছিল ভারতের মেয়েরা। তবে ‘নো বল’ বিতর্কে হারতে হয় সেই ম্যাচ। ঝুলনের সেই বল আদতে নো ছিল কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে অস্ট্রেলিয়ারও। তবে সিরিজ সেখানেই হেরে যায় ভারত। তৃতীয় ম্যাচে সেই হারের জ্বালা খানিকটা মেটান ঝুলনরা।


শেষ ম্যাচে ভারতের হয়ে পূজা বস্ত্রকার তিন উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার ইনিংসে সব চেয়ে বেশি রান করেন অ্যাশলে গার্ডনার। ৬৭ রান করেন তিনি। 

ভারতের হয়ে ওপেনার শেফালি এবং স্মৃতি মন্ধানা ৫৯ রানের জুটি গড়েন। স্মৃতি ২২ রানে ফিরে গেলেও শেফালি করেন ৫৬ রান। তাকে যোগ্য সঙ্গ দেন যষ্টিকা ভাটিয়া। ৬৪ রান করেন তিনি। মিতালি করেন ১৬ রান। ম্যাচ জেতানো ইনিংস খেলেন দীপ্তি শর্মা। করেন ৩১ রান এবং স্নেহ রানা করেন ৩০ রান। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি তারা।

এর আগেও ভারত বেশ কয়েক বার অস্ট্রেলিয়ার জয়ের ধারা ভেঙে দিয়েছে। ২০০১ সালে টানা ১৬টি টেস্ট ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। সেটা কলকাতার ইডেন গার্ডেনে ভেঙে দেয় ভারত। 

এরপর ২০০৮ সালে ভারত অস্ট্রেলিয়ার ডব্লিউএসিএ গ্রাউন্ডে ১৬ টেস্টে জয়ের রেকর্ড ভেঙে দেয়। আবার ২০২১ সালে গাব্বার মাঠে টানা ৩৩ বছর অস্ট্রেলিয়ার অপরাজিত থাকার রেকর্ডও ভাঙে ভারত।

আর এবার ভারতের নারী ক্রিকেট দল ম্যাককেতে অস্ট্রেলিয়ার নারী দলের টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড ভাঙল। প্রসঙ্গত, ২০১৮ সালে ভারতের বিপক্ষে জয় দিয়েই এই ধারা শুরু করেছিলেন অজিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭